একুশের কথা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

নুশরাত রুমু
একুশ আনে মায়ের ভাষা শূন্য হাতের ধন একুশ মানে প্রতিবাদে ঝলসানো এক ক্ষণ। একুশ বলে চেতনারই লাখো-কোটি কথা একুশ বোঝায় জেগে ওঠো নয়কো নীরবতা। একুশ জানায় গর্বে কেমন ফুলে উঠে বুক একুশ দেখায় প্রাণে প্রাণে বাংলা বলার সুখ। একুশ শেখায় ভাষাশহীদ সুগন্ধি ফুল হবে রফিক, সালাম, বরকতেরা অমর হয়ে রবে।