পা ও ঠোঁট ফাটার কারণ ও চিকিৎসা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
শীতকাল ছাড়াও অনেকের সারাবছরই হাত, পা ও ঠোঁটের চামড়া ফেটে যায়। বিশেষ করে শীতকালে এটা তীব্রতর হয়- যা কষ্টকর ও বিব্রতকর। ঠোঁটের সমস্যা ঠোঁটের চামড়া পুরু হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, ফেটে রক্ত বের হয়ে যায়। কারও ঠোঁট পাতলা হয়ে যায়, লাল হয়ে ব্যথা হয়, ইনফেকশন হয়ে ফুলে যেতে পারে। কারণ কিছু সাধারণ কারণ এবং কিছু রোগের জন্য হয়। সাধারণ কারণ ১. অতিরিক্ত শুষ্কতা। ২. অতিরিক্ত ঠান্ডা বাতাস ও পানি ব্যবহার। ৩. অতিরিক্ত রোদ্রে যাওয়া। ৪. দাঁত দিয়ে ঠোঁট কাটা। ৫. এলার্জী হয় এমন কসমেটিকস ব্যবহার ও লিপস্টিক, লিপ বাম, পমেড ইত্যাদি। ৬. দীর্ঘ দিন জবঃরহড়রফ ঞযবৎধঢ়ু নেওয়া। ৭. টুথপেস্ট, সানস্ক্রিন ব্যবহার ও টুথব্রাশের আঘাত। চর্ম রোগের কারণ ১. একজিমা ২. অঃড়ঢ়রপ উবৎসধঃরঃরং ৩. সোরিয়াসিস ৪. লাইকেন পেস্ননাস ৫. অপঃরহরপ কবৎধঃড়ংরং ৬. ছত্রাক (ঈধহফরফধ) জনিত সংক্রমণ। চিকিৎসা ১. অতিরিক্ত ঠান্ডা, বাতাস বা রোদ্রে না যাওয়া। ২. দাঁত দিয়ে ঠোঁট কাটা বন্ধ করা। ৩. যে সব ঈড়ংসবঃরপং- এলার্জি বহন করে তা ব্যবহার না করা, যেমন- লিপিস্টিক, লিপ লাইনার, লিপ বাম, পমেড ইত্যাদি। ৪. কোনো চর্ম রোগ থাকলে তার চিকিৎসা করা। ৫. এষুপবৎরহব, ঙষরাব ড়রষ, খরয়ঁরফ ঢ়ধৎধভভরহ ঠধংবষরহব, যিরঃব চবঃৎড়ষবঁস লবষষু ইত্যাদি সবসময় ব্যবহার করা। ৬. ওহভবপঃরড়হ হলে দ্রম্নত চিকিৎসা নেওয়া। পায়ের সমস্যা পা ফাটা (ঈৎবধংবফ ঝড়ষব) পায়ের গোড়ালি, পায়ের দুই পাশ, পায়ের আঙ্গুলের অগ্রভাগ ও পায়ের তলার চামড়া পুরু হয়ে যায়। চামড়া ওঠে এবং ফেটে যায়। ফেটে রক্ত বের হয়ে যায়। ওহভবপঃরড়হ হলে ব্যথা হতে পারে। পা ফাটার কারণ কিছু সাধারণ কারণ এবং কিছু চর্ম রোগের কারণে পা ফাটা। সাধারণ কারণ ১. শুষ্ক চামড়া। ২. অতিরিক্ত ঠান্ডা ও পানি ব্যবহার। ৩. সাবান/স্যাভলন/ডেটল/স্যানিটাইজার/অন্যান্য ডিটারজেন বেশি ব্যবহার করা। চর্ম রোগের কারণ ১. ঈযৎড়হরপ ঊপুবসধ ২. অঃড়ঢ়রপ উবৎসধঃরঃরং ৩. চংড়ৎরধংরং ৪. ঋঁহমধষ ওহভবপঃরড়হ ৫. ঐুঢ়ড়ঃযুৎড়রফরংস ৬. অন্যান্য চর্ম রোগ চিকিৎসা ১. বেশী পানি ও ফবঃবৎমবহঃ ব্যবহার না করা। ২. অতিরিক্ত ঠান্ডা না লাগানো। ৩. মোজা ব্যবহার করা। ৪. ময়েশ্বারাইজার ব্যবহার করা; যেমন- ঠধংবষরহব, ঙষরাব ড়রষ, এষুপবৎরহব, খরয়ঁরফ ঢ়ধৎধভভরহ ঠধংবষরহব, যিরঃব চবঃৎড়ষবঁস লবষষ ইত্যাদি ক্রিম/লোশন ব্যবহার করা। ৫. টৎবধ, ঝধষরপুষরপ ধপরফ, খধপঃরপ ধপরফ, কড়লরপ ধপরফ, জবঃরহড়রপ ধপরফ ক্রিম বা মলম ব্যবহার করা। ৬. নির্দিষ্ট চর্ম রোগের চিকিৎসা করা। ৭. ওহভবপঃরড়হ ও ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। ৮. অসাধারণ চিকিৎসায় ভালো না হলে চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। ডাঃ মোঃ মোশাররফ হোসেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট। চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা। হটলাইন : ১০৬৭২, ০৯৬৭৮৮২২৮২২