logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি   ২৩ মে ২০২০, ০০:০০  

করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যের মরদেহ রামগতিতে দাফন

লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার চর আফজল গ্রামের এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নিজ বাসায় মারা গেছেন। তার করোনা পজিটিভ ছিল। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম আল মামুনুর রশিদ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহণ বিভাগে নায়েক পদে কর্মরত ছিলেন। মামুনুর রশিদ ওই ইউনিয়নের উত্তর আফজল গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দাফনের সময় উপস্থিত ছিলেন লক্ষ্ণীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মারুফা নাজনীন, রামগতি থানার ওসি মো. সোলাইমান প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে