মেহেরপুরে আম্পানের প্রভাবে ব্যাপক ক্ষতি

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:০০

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলায় সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ভাংচুরসহ আম-লিচু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত পৌনে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মেহেরপুরের উপর দিয়ে বয়ে যায় আম্পান। বাতাসে এর গতিবেগ ছিল ৬০ থেকে ৬৫ কিলোমিটার। সব থেকে বেশি ক্ষতি হয়েছে আম ও লিচুর। ভেঙে পড়েছে প্রায় পাঁচ শতাধিক বাড়ি-ঘর। টাকার অংকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও এর প্রভাব ব্যাপক বলে ধারণা সংশ্লিষ্টদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হক মিঞা জানান, জেলায় এ বছর ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে আম এবং ৬৩০ হেক্টর জমিতে লিচু, এক হাজার ৩৩০ হেক্টর জমিতে কলার আবাদ করেছেন চাষীরা। এর মধ্যে ৪০০ হেক্টর আম ও ২৩০ হেক্টর লিচু ৫০ থেকে ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলার ক্ষতি হয়েছে ২০ শতাংশ। তবে ৯৮ শতাংশ ধান হার্ভেস্টিং হয়ে যাওয়ায় ধানের তেমন ক্ষতি হয়নি। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য মাঠ পর্যায়ে কাজ চলছে। হিসাব-নিকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, জেলার তিন উপজেলার ৯টি ইউনিয়নে ৬২০টি পরিবার আংশিক ও ২৫০ পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আম্পানে দুর্গত মানুষের সংখ্যা প্রায় ২১ হাজার। তাদের পুনর্বাসনের জন্য তালিকা তৈরির কাজ চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত লিচু ও আম চাষীদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে।