বি.বাড়িয়ায় সরকারি চালের বস্তায় বিশেষ সিল

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে কেনা চালের বস্তায় 'বিশেষ সিল' দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল স্ট্যানসিল নামে ওই সিলটি সহজে চালের বস্তা থেকে উঠানো যাবে না। এতে করে চালগুলো বিতরণের সময় কোনো ধরনের সমস্যা ধরা পড়লে খুব সহজেই সরবরাহকৃত মিলকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে। জানা গেছে, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরকার ৪০ হাজার মে. টন সিদ্ধ ও আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত ৭ মে থেকে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, চাল কেনার পাঁচ-ছয় মাস পর বিতরণের সময় মিল চিহ্নিত করা সম্ভব হয় না। সেজন্য এবার ডিজিটাল স্ট্যানসিল দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।