করোনা রোগীদের জন্য নোয়াখালী পৌরসভায় অ্যাম্বুলেন্স চালু

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। নমুনা সংগ্রহের পাশাপাশি বিনা খরচে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হবে এ সার্ভিস। বৃহস্পতিবার পৌরভবনের সামনে মেয়র শহিদ উল্যাহ খাঁন এ অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় পৌরমেয়র শহিদ উল্যাহ খাঁন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তিনি পৌরবাসীর পাশে আছেন। শুরু থেকে নানা সুরক্ষা কর্মসূচি গ্রহণের পর এবার সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। অ্যাম্বুলেন্সটিতে একজন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী সকাল থেকে রাত পর্যন্ত জেলা সিভিল সার্জন অফিসের সঙ্গে সমন্বয় করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহের কাজ করবে। এ সংক্রান্ত যাবতীয় খরচ পৌরসভা বহন করবে। \হশহরের কোথাও করোনা রোগী শনাক্ত হলে পৌরসভার অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।