কাঁঠালিয়ায় বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
ঝাঁলকাঠির কাঁঠালিয়া উপজেলা বিষখালী নদীর তীরবর্তী ৫ কিলোমিটার বাঁধ আম্পানে আঘাতে বিধ্বস্ত হওয়ায় প্রতিদিন জোয়ারের পানি ঢুকে পস্নাবিত হচ্ছে গ্রামের পর গ্রামের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ফসলি জমি এবং ভেসে যাচ্ছে জলাশয়ের মাছ। দ্রম্নত বাঁধ মেরামতের দাবিতে ক্ষতিগ্রস্তরা শনিবার সকাল ১০টায় মানববন্ধন করেছেন বিষখালী নদীর তীরে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, বিআরডিপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার, জেলা ইসলামী আনন্দোলনের সহসভাপতি ইনঞ্জিনিয়ার মাওলানা আহসান উলস্নাহ খান সবুজ, জেলা পরিষদ সদস্য সাখওয়াত হোসেন অপু, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. কবির সিকদার।