সোনাগাজীতে এক মাসে ১৯ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে এক মাসে ১৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। ওসি সাজেদুল ইসলামের দাবি আইনশৃঙ্খলা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। জেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত সোনাগাজী মডেল থানার আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মডেল থানার পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান তিনি। গত ২৪ এপ্রিল উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিঞ্চপুর গ্রামে ডাকাতিকালে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ উঠলে মডেল থানার তৎকালীন ওসি মঈন উদ্দিন আহমেদকে ফেনী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এর আগে আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির অগ্নিদগ্ধের পর পূর্বে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া ও ঘটনা ভিন্নখাতে প্রবাহের অভিযোগে প্রত্যাহার হন ওসি মোয়াজ্জেম হোসেন। বর্তমানে তিনি কারাদন্ড ভোগ করছেন। তার আগে ওসি হুমায়ুন কবিরের বিরুদ্ধে নবম শ্রেণির স্কুলছাত্রকে অস্ত্র ও ডাকাতি মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠার পর তাকেও বদলি করা হয়। গত ২৬ এপ্রিল সোনাগাজী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম। সাজেদুল জানান, যোগদানের পরপরই চর মজলিশপুরে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া এক মাসে ৪টি ডাকাতি ও ১টি ডাকাতির সময় ধর্ষণসহ ডাকাতি মামলায় ১৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।