চৌহালী-এনায়েতপুর নৌরুটে ঝুঁকি নিয়ে পারাপার!

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী-এনায়েতপুর নৌরুটে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সরকারি নির্দেশ তোয়াক্কা না করে প্রতিনিয়ত গাদাগাদি করে চলাচল করছে অনেকে। এই নৌরুটে অন্য ইঞ্জিনচালিত কোনোকিছু চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ পারাপার হচ্ছে একমাত্র ই্ি‌ঞ্জনচালিত নৌকায়। মহাসড়কেও দেখা যাচ্ছে ছোট ছোট যানবাহন। করোনা মোকাবিলায় ছুটি ঘোষণা করে সরকার সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। বন্ধ করা হয়েছে গণপরিবহণ। বন্ধ রয়েছে সকল প্রকার নৌযান। শুধু নিত্যপ্রয়োজনীয় কাঁচা মালামাল নদী পারাপার করার জন্য সীমিত আকারে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মহাসড়কেও দেখা মেলে রিকশা, ভ্যান, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস। চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, প্রতিনিয়ত নৌরুটে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরেও অনেকে ইঞ্জিনচালিত ও ছোট নৌকা দিয়ে মানুষ পারাপার করছে। পারাপার হওয়া অনেক যাত্রী জানায়, প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। তারা ইচ্ছা করে বের হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ইঞ্জিনচালিত নৌকার চালকরা বলেন, পরিবারের মুখে খাবার দিতে করোনার ঝুঁকি নিয়ে নৌকা চালাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ জানান, প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘরে থাকার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে থাকার কোনো বিকল্প নেই। জীবনের ঝুঁকি নিয়ে তারা স্বার্বক্ষণিক মাঠে রয়েছেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।