শ্রীপুরে করোনা সচেতনতায় ভূমিকা রাখছে চেতনা-৭১

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পথচারীদের হাত পরিষ্কার করিয়ে দেন স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা-৭১-এর সদস্যরা -যাযাদি
'সবাই মাস্ক পরুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে নয়, নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন'- মোড়ে মোড়ে দাঁড়িয়ে হ্যান্ডমাইক দিয়ে এভাবেই মানুষকে সচেতন করা। আবার রাস্তায় যানবাহন বা দোকানে দোকানে স্প্রে ছিটানো কিংবা খাদ্য সহয়তা নিয়ে ভাসমান মানুষের পাশে দাঁড়ানো। এ ছাড়াও বাজারের প্রবেশপথে হ্যান্ডস্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা কিংবা কখনো দোকানে দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ করোনার প্রথম দিক থেকেই পুরো ইউনিয়নে আলো ছড়াচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদের স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা-৭১। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সুরক্ষা পাওয়ার আশায় স্থানীয় কয়েকজন যুবকের সমন্বয়ে গঠিত হয় চেতনা-৭১ স্বেচ্ছাসেবী সংগঠনটি। করোনার শুরু থেকে মাইকিং করে সচেতনমূলক বাণী পৌঁছিয়ে দেওয়া, গ্রামের সরুপথে, মসজিদ, মন্দির, বাজার ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে, প্রতিদিন ৫০০-৬০০ লোককে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার, মাস্ক পরিয়ে দেওয়া, ভাসমান ও পাগলের জন্য খাবার এবং লকডাউন হওয়া বাড়িগুলোতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি রাহাত আকন্দ জানান, গ্রামের মানুষকে সচেতন ও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই সংগঠনটি করা হয়। সঙ্গী হিসেবে এগিয়ে আসেন জহিরুল ইসলাম মানিক, রাসেল, আদনান, রিফাত, শ্রী শান্ত, শিহাব খান, সাকিবুল, ইব্রাহিম, জয় বর্মণ, শাকিলসহ এলাকার সচেতন যুবকেরা। ইউএনও শেখ শামছুল আরেফীন জানান, করোনা মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা-৭১ অবশ্যই অনুপ্রেরণা। প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।