রাজশাহীতে পাসের হারে দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এবারের এসএসসির ফলাফলে চমক দেখিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা। রাজশাহী বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এই জেলার শিক্ষার্থীরা উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। তবে রাজশাহী বোর্ডের অধীনস্থ জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জয়পুরহাট। রোববার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী বোর্ডে সম্মিলিত পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। দুই লাখ ১৮৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৮০ হাজার ৯০২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। পাসের হারে শীর্ষে রয়েছে জয়পুরহাট। ৮ হাজার ৮৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৪৭৮ জন অর্থাৎ ৯৫ দশমিক ৯৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৩ জন। এরপরই রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ জেলায় ১৫ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬২৪ জন। পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৬৬। এ জেলায় মেয়েদের চেয়ে ভালো করেছে ছেলেরা। মেয়েদের যেখানে পাসের হার ৯২ দশমিক ৩১ সেখানে ছেলেরা পাস করেছে ৯২ দশমিক ৩৫ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হারে তৃতীয় অবস্থানে বগুড়া, চতুর্থ অবস্থানে নাটোর, পঞ্চম অবস্থানে নওগাঁ, ষষ্ঠ অবস্থানে পাবনা, সপ্তম অবস্থানে সিরাজগঞ্জ আর সব শেষ অবস্থানে রয়েছে রাজশাহী জেলা।