ময়মনসিংহে পাসের হার ৮০.১৩%

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের এসএসসির ফলে গড় পাসের হার ৮০.১৩ শতাংশ। এ বোর্ডের অধীনে এবার ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ১২৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৪০ জন। মানবিক বিভাগে ১৬৭ ও বাণিজ্য বিভাগে ১৮ জন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের ৪টি জেলার মধ্যে শেরপুরে সর্বোচ্চ পাসের হার ৮৩.১৭। ময়মনসিংহে ৮০.০৫, নেত্রকোনায় ৭৯.৭৪ ও সর্বনিম্ন পাসের হার জামালপুরে ৭৮.৯৯। জিপিএ-৫ অর্জনে মেয়েরা এগিয়ে রয়েছে।