রাজশাহী বোর্ডে এবারও এগিয়ে মেয়েরা

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে এবার পাস করেছে ৯০.৩৭ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এবারো পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। রোববার বেলা ১১টায় রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করেন। আরিফুল ইসলাম জানান, এবার করোনা সংক্রমণের কারণে অনলাইনে ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের ফোনে মেসেজ চলে যাচ্ছে। এবার পাসের হার একটু কমলেও বেড়েছে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। তিনি জানান, গত বছর পাসের হার ছিল ৯১.৬৪। সে হিসেবে পাসের হার কমেছে ১.২৭ শতাংশ। তবে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৭২ জন। এছাড়া পাসের হার এবং জিপিএ-৫ উভয় দিক থেকে ফলাফলে এগিয়ে ছাত্রীরা। চলতি বছর রাজশাহী বোর্ডের অধীনে ২৬৫২টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১ হাজার ২২৯ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮০ হাজার ৯০২ জন। ছাত্রদের পাসের হার ৮৯.৩৭ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৯১.৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৪৬ জন ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬২১ জন। এবার রাজশাহী বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে ৩০৮টি স্কুলের পরীক্ষার্থী। তবে কোনো স্কুলে শূন্য শতাংশ পাস নেই।