শ্রীপুরের সেই নুরা এ+ পেয়েছে!

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মা ও ভাইবোনের সঙ্গে চাঞ্চল্যকর হত্যাকান্ডের শিকার সাবরিনা নুরা এবার এসএসসি পরীক্ষায় এ+ পেয়েছে। বাবার স্বপ্ন ছিল ডাক্তার হবে। সেভাবেই প্রতিটি ধাপে ভালো ফলাফল ছিল তার। বাবার স্বপ্ন পূরণের রাজকন্যা সব সমই ক্লাসে পড়াশোনায় মনোযোগী ছিল। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হওয়ায় পিইসি ও জেএসসি পরীক্ষায় এ+সহ বৃত্তি পেয়েছিল। মায়ের সঙ্গে খুন হওয়ার দেড় মাস পর হতভাগা বাবা রেজুয়ান কাজল প্রবাস থেকে জানতে পারেন তার স্বপ্নের ডাক্তার মেয়ে সাবরিনা নুরা এসএসসি পরীক্ষায় এ+ পেয়েছে। এ সময় আহাজারি করতে করতে মালয়েশিয়া থেকে নুরার বাবা মুঠোফোনে বলেন, 'আমি কি নিয়ে বাঁচব। আমার তো সবই শেষ। আলস্নাহ এ দুনিয়ায় আমাকে রেখেছ কেন, ও নুরা মা, মাগো- তুমি এ+ পেয়েছ। তোমার মাকে খবরটা দিও।' এসব কথা বলতে বলতে বার বার মূর্ছা যাচ্ছিলেন তিনি। গাজীপুরের শ্রীপুরে মা-ভাইবোনের সঙ্গে দুর্বৃত্তের হাতে নির্মম হত্যার শিকার সাবরিনা নুরা (১৬) উপজেলার জৈনা এলাকার রেজুয়ান কাজলের বড় মেয়ে। সে স্থানীয় এইচএকে একাডেমি স্কুল থেকে এবারের ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শাহীন সুলতানা জানান, তাদের স্কুল থেকে এ বছর ৩৯ পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৮ জন এ+ পেয়েছে। বাকি একজনের জিপিএ ৪.০০। তিনি আরও বলেন, আগেই জানতেন নুরা এসএসসি পরীক্ষায় এ+ পাবে। কেননা, সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। এমন একটি মেধাবী মুখ পাষাণদের ছোবলে ঝরে গেল। তিনি এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত মা-মেয়েসহ ৪ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা আক্তার স্মৃতি (৩৫) (বাংলাদেশে দেয়া নাম) ওই এলাকার প্রবাসী রেজুয়ান কাজল মিয়ার স্ত্রী। অন্যরা হলো- তারই বড় মেয়ে ও এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাবরিনা নুরা (১৬), ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাওরী (১২) ও শিশু ছেলে ফাদিল (৭)। এ ঘটনার পর কাজলের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতের্ যাব ও পিবিআইয়ের কাছে গ্রেপ্তার হওয়ার পর হত্যাকারীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।