বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

বরিশাল অফিস
এবারের এসএসসির ফলাফলে পাসের হার এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৩.৯৮ ভাগ। গত বছরও পাসের হারে সবার শীর্ষে অবস্থান করছিল পিরোজপুর। বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৪টি স্কুলের ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ১৩৫ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ২৭ ও ছাত্রী ৬ হাজার ১০৮ জন। এ জেলার পাসের হার ৮৩.৯৮ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৩.২০। এ জেলায় ২৫৭টি বিদ্যালয়ের ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৩১৩ জন ও ছাত্রী ৮ হাজার ৬৯২। অপরদিকে গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরগুনা এবার তৃতীয় অবস্থানে রয়েছে। এ বছর এ জেলায় ১৫১টি বিদ্যালয়ের ১২ হাজার ১২৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮০ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৯০১ ও ছাত্রী ৫ হাজার ১৭৯ জন। পাসের হার ৮৩.১৪ ভাগ। এবার চতুর্থ স্থানে থাকা ঝালকাঠিতে পাসের হার ৭৯.৫৫ ভাগ। ১৭০ স্কুলের ১০ হাজার ৫১৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৩৬৮ জন। অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরিশাল জেলা। এখানে ৪১৬টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৮ হাজার ৮৫২ জন। পাসের হার ৭৬.৭৪ ভাগ।