করোনা আতঙ্কে উচ্ছ্বাসহীন খুলনার উত্তীর্ণ শিক্ষার্থীরা

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

খুলনা অফিস
খুলনার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এবার বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেনি। মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় পাওয়া ফলাফল নিয়ে শিক্ষার্থীরা এবার আনন্দ-বেদনা ভাগ করেছে পরিবারের সঙ্গে। মিষ্টি কেনার ধুম পড়েনি দোকানগুলোতে। করোনা আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। দুর্যোগ মহামারির মধ্যেও শিক্ষার্থীদের পাশাপাশি ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবক ও শিক্ষকরা। যশোর বোর্ড থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, খুলনায় এবার ছেলেদের থেকে মেয়রা পাশের হারে এগিয়ে রয়েছে। জেলায় এবার ২৪ হাজার ৩৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ২২ হাজার ৫৪৮ জন। এর মধ্যে ছেলে ১১ হাজার ১৭৬ এবং মেয়ে ১১ হাজার ৩৭২ জন। পাশের হার ৯২.৬৬ শতাংশ। খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ বলেন, দেশে করোনা মহামারির মধ্যেই এ ফলাফল প্রকাশ করা হয়েছে। যে কারণে এবার নির্দেশনা ছিল শিক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পৌঁছে দেওয়া হবে। স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ আগে থেকেই দেওয়া ছিল। অভিভাবকদেরও স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। যে কারণে এ বছর ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনো উচ্ছাস নেই। খুলনার করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত জান্নাতুন নাঈমা মিম জানায়, 'সকাল থেকেই টেনশনে ছিলাম। তবে সাড়ে ১১টায় মোবাইলেই ফলাফল চলে আসে। স্কুলে যাওয়া নিষেধ ছিল, তাই বাড়িতেই ছিলাম'।