বরিশালে পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

বরিশাল অফিস
গত কয়েক বছরের মতো গড় পাসের হার এবং জিপিএ-৫ এ এবারও বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। এ বছর মাধ্যমিক এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯.৭০। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৬.৭২ ও মেয়েদের ৮২.৬৭। মেয়েদের পাওয়া ২ হাজার ৩৭৪টি জিপিএ-৫ এর বিপরীতে ছেলেরা পেয়েছে ২ হাজার ১০৯টি। বরিশাল শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের ভয় অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে এ দুই বিষয়ে ভালো ফলাফল হয়েছে।