রাজশাহী বোর্ডে পাসে জয়পুরহাট জিপিএ-৫ এ বগুড়া সেরা

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী বোর্ডে এবার পাস করেছে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে এবার রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাসে সেরা জয়পুরহাট ও জিপিএ-৫ প্রাপ্তি সেরা বগুড়া জেলা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আট জেলা থেকে দুই লাখ ১৮৫ শিক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে পাস করেছে এক লাখ ৮০ হাজার ৯০২ জন। বোর্ডে এবার সবচেয়ে বেশি ৯৫.৯৭ শতাংশ পাসের হার উত্তরের জেলা জয়পুরহাটে। রাজশাহী জেলায় এই হার ৮৭.৮০ শতাংশ। যা বোর্ডের পাসের হার সবচেয়ে কম। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৯২.৩৩ শতাংশ, নাটোরে ৯০.৪২ শতাংশ, নওগাঁয় ৮৯.৯৪ শতাংশ, পাবনায় ৮৯.৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৯.৩৮ শতাংশ এবং বগুড়ায় ৯২.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এর মধ্যে ছাত্রী ১৩ হাজার ৬২১ ও ছাত্র ১২ হাজার ৫৪৬ জন। পাসের হারেও এগিয়ে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এগিয়ে রয়েছে বগুড়া। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩৪ শিক্ষার্থী। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৮৮ জন। এছাড়াও সিরাজগঞ্জ ৩ হাজার ৬৩৫, পাবনায় ৩ হাজার ৪৪১, নওগাঁয় ৩ হাজার ৬৪, চাঁপাইনবাবগঞ্জ ২ হাজার ১৬৬, নাটোরে ১ হাজার ৭৪৬ ও জয়পুরহাট ১ হাজার ৬৯৩ জন।