দিনাজপুর বোর্ডে বেড়েছে জিপিএ-৫

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার গতবারের তুলনায় কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এ বছর পাসের হার ৮২ দশমিক ৭৩। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। দিনাজপুর বোর্ড থেকে জানা যায়, চলতি বছরে দিনাজপুর বোর্ডের ২৭১টি কেন্দ্রে দুই হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯২ হাজার ৯৭৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এক লাখ ৫৮ হাজার ৬৮৫ জন পাস করেছে। মোট পাসের হার ৮২.৭৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮১.২২ আর ছাত্রীদের ৮৪.৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ছয় হাজার ৩২৬ ও ছাত্রীদের সংখ্যা পাঁচ হাজার ৭৬০ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮৪.১০ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ২৩ জন। গতবারের তুলনায় এবার তিন হাজার ৬৩ জন জিপিএ-৫ বেশি পেয়েছে। এবার দিনাজপুর বোর্ডে একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর শতভাগ পাসকরা বিদ্যালয়ের সংখ্যা ১২২টি। বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ১০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫১২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩২ জন। মানবিক বিভাগে এক লাখ ছয় হাজার ৩৪৩ জনের মধ্যে উত্তীর্ণ ৭৭ হাজার ৫৪৬, জিপিএ-৫ পেয়েছে ২২৬। ব্যবসাশিক্ষা বিভাগে চার হাজার ৫৩৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে তিন হাজার ৬২৭ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।