কক্সবাজার জেলায় পাসের হার ৮৪.৫৫ শতাংশ

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
সারা দেশের ন্যায় কক্সবাজার জেলাতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা ২০২০-এর ফলাফল ৩১ মে সকালে প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে কক্সবাজার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৯৭ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে ২১ হাজার ৪১ জন। পাস করেছে ১৭ হাজার ৭৯১ জন। পাসের হার ৮৪.৫৫ শতাংশ। এর মধ্যে ছেলে ৮ হাজার ৩১৩ এবং পাসের হার ৮৫.৮৫। মেয়ে পাস করেছে ৯ হাজার ৪৭৪ জন এবং পাসের হার ৮৩.৪৫। এবার জিপিএ-৫ পেয়েছে ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫০০ আর ছাত্রী ৪০৫ জন। যা গত বছরের তুলনায় ৩১৫ জন বেশি। ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি অনেক বেড়েছে। ২০১৯ সালে পাসের হার ছিল ৭৮.৪৮ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৫৯০ জন। প্রতিবারের মতো পাসের হার বেশি বিজ্ঞান বিভাগে। এ বছর বিজ্ঞানে ৩ হাজার ৯৭৪ ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৭৩ জন। পাসের হার ৯৫.০৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮৫৬ জন। এছাড়া বাণিজ্য বিভাগে ৬ হাজার ৫৭০ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৯৭ ছাত্রছাত্রী। পাসের হার ৮৯.৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। মানবিকে ১০ হাজার ৫৫৩ জনের মধ্যে পাস করেছে ৮ হাজার ১২১ ছাত্রছাত্রী। পাসের হার ৭৭.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।