তিতাসে এসএসসির ফল হতাশাজনক

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসের চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। জানা যায়, এ বছর উপজেলার ১১টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৬০ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ১ হাজার ৭৪ জন। শতকরা পাসের হার ৬৮ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। অন্যদিকে দাখিল পর্যায়ে উপজেলার ৯টি মাদ্রাসা থেকে চারশ চারজন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৩৪ জন। শতকরা পাসের হার ৩৩ দশমিক ১৭। এ বছর উপজেলায় কোনো জিপিএ-৫ নেই।