গাজীপুরে পেঁপে খেত থেকে গ্রেনেড উদ্ধার

প্রকাশ | ০২ জুন ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকার এক পেঁপে খেত থেকে ৫৪ বছর আগের তৈরি একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, স্থানীয় আব্দুস সালামের ছেলে আলমগীর তাদের বাড়ির পাশে জমির জঙ্গল পরিষ্কার করে সেখানে পেঁপে চাষ শুরু করেন। রোববার সকালে তারা ওই খেতে পানি সরানোর জন্য মাটি খুঁড়ে নালা তৈরি করছিলেন। এ সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ওই গ্রেনেডটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে নিজেদের হেফাজতে রেখে গ্রেনেডটির চারপাশে লাল পতাকা পুঁতে রেখেছে। গ্রেনেডের গায়ে পিওএফ এবং ১৯৬৬ সাল লেখা রয়েছে। গ্রেনেডটি পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।