শেরপুরের গণপরিবহণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশ | ০২ জুন ২০২০, ০০:০০

রফিক মজিদ, শেরপুর
শেরপুরে ঢাকাসহ দূরপালস্নার যাত্রীবাহী বিভিন্ন বাস সার্ভিস চালু হয়েছে। সামজিক দূরত্ব কিছুটা মানা হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ ছাড়া ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির কথা থাকলেও শেরপুর-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেরপুর-ঢাকার বর্ধিত ভাড়া হয় ৪৮০ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে কাউন্টারে ভাড়া নেওয়া হচ্ছে ৫০০-৫৫০ টাকা। এদিকে সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনালে শেরপুর-ঢাকা সোনার বাংলা কাউন্টারে পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার কাজি আশরাফুল আজীম। এ সময় তিনি বাসগুলোতে সামাজিক দূরত্ব রেখে যাত্রী পরিবহণে সন্তোষ প্রকার করলেও স্বাস্থ্যবিধির জন্য কোনো হ্যান্ড স্যানিটেশন বা জীবাণুনাশক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। বাসের ভেতর দুই সিটে একজন করে যাত্রী বসলেও বাইরে কাউন্টারের সামনে টিকিটের জন্য সামাজিক দূরত্ব না মেনে দীর্ঘ লাইন এবং বাসে উঠার সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এদিকে ভাড়া বৃদ্ধির পরও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন উপস্থিত অনেক যাত্রী। এ বিষয়ে শ্রমিকরা জানান, ভাংতি না থাকায় মাত্র ২০ টাকা বেশি নেয়া হচ্ছে। তবে কেউ ভাংতি দিলে তার কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয় না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ অস্বীকার করে বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিদ চন্দ্র ঘোষ জানান, তারা ভাড়া ঠিকই নিচ্ছেন।