আত্রাইয়ে আমন চাষ ব্যাহত হওয়ার শঙ্কা

প্রকাশ | ০২ জুন ২০২০, ০০:০০

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন মাঠে আগাম বন্যার পানি ঢুকে পড়ায় প্রতিটি মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এবারে আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা। উপজেলার প্রতিটি এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা পানির নিচে ডুবে যাওয়ায় তারা আমনের চারা উৎপাদন করতে পারছেন না। জানা যায়, উপজেলার শাহাগোলা, কাশিমপুর, ভোঁপাড়া, জামগ্রাম, মনিয়ারী, নওদুলী, পালশা, চৌথলসহ পূর্ব এলাকার মাঠগুলো আমন চাষের জন্য বিখ্যাত। এসব এলাকার কৃষকরা বোরো ধান ঘরে তোলার পরপরই আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এবার বোরো ধান কাটা শেষ হতে না হতেই অতি বর্ষণ এবং নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিটি মাঠে বন্যার পানি ঢুকে পড়েছে। ফলে আমন ধানের চাষ নিয়ে কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার উচলকাশিমপুর গ্রামের বেলাল হোসেন বলেন, তারা এখনো বোরো ধান কেটেই শেষ করতে পারেননি। মাঠ পানিতে ভরে গেছে, আমন ধানের আবাদ এবারে করা সম্ভব হবে না। চৌথল গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, তাদের এলাকায় বোরো চাষের পাশাপাশি আমন ধানের চাষও ব্যাপক হয়ে থাকে। কিন্তু এবারে বীজতলায় তৈরি করতে পারেননি। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন বলেন, হঠাৎ করে অতি বর্ষণের ফলে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর পানি কিছুটা কমলে মাঠের পানিও কমে যাবে। পানি নেমে গেলে কৃষকরা পুরোদমে আমনচাষ করতে পারবেন।