শেখ ফজিলাতুন্নেছা কেপিজে হাসপাতালে ল্যাব উদ্বোধন

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক -যাযাদি
গাজীপুরের কাশিমপুরে তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ল্যাবটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। গাজীপুরে করোনা পরীক্ষাকরণের জন্য এটিই প্রথম স্থাপিত ল্যাব। ল্যাব উদ্বোধনের সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল টাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মলিস্নক, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ল্যাব উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ল্যাবটি স্থাপনের ফলে করোনা প্রতিরোধে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে এবং সক্ষমতা বৃদ্ধি পাবে। কোনো কোনো ক্ষেত্রে এ নমুনা পরীক্ষা ৫ থেকে ৭দিন সময় গেলে যায়। কিন্তু এ হাসপাতালে করোনা পরীক্ষায় একদিনে সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন। ল্যাবটিতে প্রতিদিন ৩ শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া সম্ভব বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৫০ শয্যার এ হাসপাতালটির মূল ক্যাম্পাসের বাইরে নমুনা সংগ্রহের বুথ স্থাপন করায় ভর্তি হওয়া অন্য রোগীদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। এখানে জীবাণুনাশক স্প্রে, জিইনফেকশন টানেলসহ বিভিন্ন সরঞ্জাম স্থাপন করে হাসপাতালে জীবাণুমুক্ত পরিবেশ রাখা হয়েছে।