সড়কে ঝড়ল ৫ প্রাণ

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় গত দুইদিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ, চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃদ্ধ, লক্ষ্ণীপুরে শিশু, চাঁদপুরে চালক ও নওগাঁর রানীনগরে নারী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর : শ্রীপুর (গাজীপুর) : রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নিজের মেয়ে ফায়েজা আক্তার ইমা জিপিএ-৫ (গোল্ডেন এ+) পাওয়ায় খুশিতে স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করতে গিয়ে গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় হেনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া-ঠাকুরপুর সড়কে কালাম খাবলী (৫৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। লক্ষ্ণীপুর : লক্ষ্ণীপুরে বালুভর্তি পিকআপভ্যানের চাপায় পিষ্ট হয়ে মো. নাঈম নামের ১০ বছরের এক পথচারী শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ইলির গোজা নামক স্থানে এ ঘটনা ঘটে। রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগরে মাছ বোঝাই ভুটভুটির চাপায় আনোয়ারা বিবি ওরফে আনো (৪৬) নামে এক মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সাত নম্বর একডালা ইউনিয়নের স্থল-রাজাপুর রাস্থার স্থল-বড়বড়িয়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বিবি বড়বড়িয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত ও দুইজন আহত হয়েছে। কচুয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় মঙ্গলবার দুপুরে কচুয়া-গৌরীপুর সড়কের বাঁচাইয়া প্রাথমিক স্কুলসংলগ্ন স্থানে অটোরিকশা ও বাসের সংঘর্ষে অটোরিকশা চালক আলমগীর হোসেন (৩০) নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় আরোহী আরও দুই যাত্রী। নিহত আলমগীর হোসেন কচুয়া পৌরসভার কোয়াচাঁদপুর গ্রামের অধিবাসী।