তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
হবিগঞ্জের নবীগঞ্জ, জামালপুরের বকশীগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর: নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে সোমবার সন্ধ্যায় ইয়াবা ও গাঁজাসহ সিনবাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তাকে নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত কুমার পালের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে বিচারক ৩ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সিনবাদ আউশকান্দি এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি চোরাই মোটরসাইকেল বেচা-কেনার কাজ করতেন। বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন পেশার মানুষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৌরশহরসহ বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার। এ সময় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধর্মপাশায় মুখে মাস্ক না পরে রাস্তায় চলাফেরার অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর ও বাদশগঞ্জ এলাকায় এ আদালত পরিচালনা করেন ইউএনও মো. মুনতাছির হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন ধর্মপাশা থানার এএসআই আব্দুল করিম, ইউএনও অফিসের অফিস সহকারী আবুল হাসান প্রমুখ।