লাখাইয়ে আকস্মিক ঝড়ে খোলা আকাশের নিচে ৩৭ পরিবার

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে আকস্মিক ঝড়ের তান্ডবে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্র্ধশত বাড়িঘর। এতে প্রায় ৩৭টি ক্ষতিগ্রস্ত বাড়িঘরের লোকজন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। সোমবার অনুমানিক ভোর ৫টায় উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে ঝড়ের এই তান্ডব ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যেরাত পর্যন্ত আবহাওয়া ভালো থাকলেও ভোর রাতে আকস্মিকভাবে ঝড় শুরু হয়। পাঁচ থেকে দশ মিনিট স্থায়ী ঝড়ে মুহূর্তের মধ্যেই প্রচন্ড ঝড়ো হাওয়ায় উলিস্নখিত এলাকার কয়েকটি টিনশেট ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও পাকা বাড়ি এবং পোলটি ও মৎস্যখামারের চালা উড়ে যায়, সেই সঙ্গে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় ৩ শতাধিক গাছপালা ও বৈদু্যতিক সংযোগের। সরেজমিনে দেখা যায়, মনতৈল ইউনিয়ন অফিসসংলগ্ন ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। এতে ধান, চাল ও শিক্ষার্থীদের বইপত্র বিনষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত ভিক্ষুক রঙ্গবাহার জানান, সম্বল বলতে ঘরটুকুই ছিল তার, তাও উড়ে গেছে। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচেই এখন তার ঠিকানা। সংবাদ পেয়ে ঘনাস্থলে ছুটে আসেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার। তিনি বলেন, সরেজমিনে আংশিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ওই তালিকা ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠাবেন। যে বরাদ্দ আসবে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে।