আদালতের স্বাভাবিক কার্যক্রমের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর আদালতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম চালুর প্রতিবাদ এবং ম্যানুয়াল বিচার পদ্ধতি চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। মঙ্গলবার সকাল ১১টায় জেলা আদালত প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাবেক সভাপতি ইকবাল-বিন-বাশার, ফজলুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, সাবেক পিপি আমান উলস্নাহ, আইনজীবী এজেডএম রফিকুল হাসান, খোরশেদ আলম, জয়নাল আবেদীন, বিধু ভূষণ নাথ, আবদুল কাদের খান, নুরুল আমিন খান, সেলিম চৌধুরী প্রমুখ।