খুলনায় সরকারি সম্পত্তি উদ্ধারে তদন্ত শুরু

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

খুলনা অফিস
খুলনা জেলার কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন সরকারি কর্মকর্তাসহ নানা প্রতিষ্ঠান। এসব সম্পত্তি দখলমুক্ত করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তদন্ত শেষে সম্পত্তি উদ্ধারের পরিকল্পনাও করছে জেলা প্রশাসন। তাছাড়া তদন্তে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দখলের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে। প্রশাসন সূত্র জানায়, জেলার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২.৪৪ একর জমি অবৈধ দখলে রয়েছে। ওই জমির বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি বলে ট্রাস্টের সম্পত্তি শাখা সূত্র জানিয়েছে। এছাড়া উপজেলাধীন শেখ রাসেল ইকো পার্কে অবৈধভাবে গাড়ি পার্কিং পয়েন্ট করে টাকা আদায়, পুকুরে অবৈধভাবে মৎস্য চাষসহ জমি দখলের মাধ্যমে ঘের তৈরির অভিযোগ পাওয়া গেছে। রূপসা উপজেলার চর রূপসা মৌজার ০.০৭ একর খাস সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়েছে। এ বিষয়ে রূপসা এসিল্যান্ড জেলা প্রশাসক বরাবর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এছাড়া বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন বলেন, অভিযোগের তদন্ত প্রায় শেষপর্যায়ে রয়েছে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের সঙ্গে জড়িত যে ব্যক্তি বা প্রতিষ্ঠানই হোক তাদের বিরুদ্ধে যথাযথ আইনিব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারি ওই সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার প্রক্রিয়াও চলছে।