কাশিয়ানীতে ফল বিপর্যয় নির্বাচনী পরীক্ষার খাতা তলব ইউএনওর

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে এ বছর এসএসসি ও দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। এতে ক্ষিপ্ত হয়েছেন ইউএনও। মঙ্গলবার অকৃতকার্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার খাতাসহ সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের তলব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। উপজেলায় এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট-৩২১০ শিক্ষার্থীর মধ্যে ১৭৫৪ জন পাস করে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। পাসের হার মাত্র ৫৪.৬৪%। উপজেলার ১০টি মাদ্রাসায় ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ১৬৪ জন পাস করে। জিপিএ-৫ শূন্য। পাসের হার ৪৮.২৪%। তিনটি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫০ শিক্ষার্থীর মধ্যে ৬১ জন পাস করে। জিপিএ-৫ শূন্য। পাসের হার ৪০.৬৭%। এ বছরের ফলাফল ইউএনও সাব্বির আহমেদের দৃষ্টিতে এলে তিনি চরমভাবে ক্ষিপ্ত হন। তাৎক্ষণিক উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের অকৃতকার্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার খাতাসহ তার কার্যালয়ে তলব করেন। ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানপ্রধানরা বিভিন্ন অজুহাত দেখানোর চেষ্টা করেন। যেসব প্রতিষ্ঠান অতিরিক্ত খারাপ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, একাডেমিক সুপারভাইজার শিউলী হালদার, আ'লীগ নেতা মোক্তার হোসেন, কাজী জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফায়েকুজ্জামান ও নিজামুল আলম মোরাদ প্রমুখ।