গৌরীপুরে সরকারি গুদামে ধান বিক্রিতে অনাগ্রহ

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর বাজারে ধানের বাজারদর সরকারি দরের সঙ্গে প্রায় সমান হয়ে যাওয়ায় পাশাপাশি কোনো নির্ধারিত বিধি-নিষেধ না থাকায় কৃষকরা গুদামে ধান বিক্রি না করে বাজারেই বিক্রি করছেন। ফলে এ মৌসুমে সরকারি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ধান মহাল ঘুরে দেখা গেছে, ভরা মৌসুমেও বাজারে ধানের মূল্য অন্যান্য বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে এখন স্বস্তির হাসি। গৌরীপুর বাজারে বিআর-২৮ প্রতি মণ ধান ৮৭০ থেকে ৯২০ টাকায় কিনছে ব্যবসায়ীরা। এ ছাড়া বিআর-২৯ ধান ৮০০ থেকে-৮৫০ ও মোটা জাতের ধান ৭৫০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি করছে কৃষকরা। অন্যদিকে সদ্য কাটা পানি ভেজা ধান ৭০০ টাকা মণ দরে বাজারে বিক্রি হচ্ছে। এ কারণে শুকানোর দুর্ভোগে না গিয়ে কৃষকরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির আগ্রহ দেখাচ্ছে না। তাই বোরো সংগ্রহ অভিযানের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল বলেন, এ মৌসুমে ধান বিক্রিতে কৃষক বেশি দর পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। কারণ বিগত মৌসুমে কৃষকরা ধান বিক্রি করে ফসলের খরচ ওঠাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপস্নব কুমার সরকার জানান, কৃষকরা বাজারে ধান বিক্রি করলেও সরকারি ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা অবশ্যই অর্জিত হবে।