বি.বাড়িয়ায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
সরকার নির্দেশিত গণপরিবহণ আইন ভঙ্গ করে অতিরিক্ত যাত্রীবহন এবং সামাজিক দূরত্ব না মানায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন গণপরিবহণের চালক ও যাত্রীদের বিরুদ্ধে ২৮টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এবং কুমিলস্না-সিলেট মহাসড়কের কাউতলী মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তারা।