প্রাইভেট ছাড়াই বিজ্ঞান বিভাগে তিন ছাত্রীর অভাবনীয় সাফল্য

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

লক্ষ্ণীপুর প্রতিনিধি
বিজ্ঞান বিভাগ শুনলেই গা শিউরে ওঠে গ্রামের/মফস্বলের ছেলে মেয়েদের। এ বিষয় তো শহরের শিক্ষার্থীদের জন্য। আর গ্রামের ছেলেমেয়ে বিজ্ঞান মানেই ভয়। আবার সব বিষয়ে পড়তে হবে প্রাইভেট। সবার কি সে সামর্থ আছে বা থাকে। গ্রামের স্কুলে পড়ে বিজ্ঞান নিয়ে সব বিষয়ে এ পস্নাস। সেটা কল্পনাই মাত্র। কিন্তু সে অসাধ্য সাধন করেছে লক্ষ্ণীপুর সদর উপজেলার পালেরহাট পাবলিক হাইস্কুলের তিন ছাত্রী। ভয়কে জয় করে পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের এ পস্নাস। রুবিনা ইয়াসমীন লুনা (লুবনা), সামিয়া ইসলাম দিনা, সুমাইয়া আক্তারের এ সাফল্য স্কুলের গৌরব বাড়িয়েছে। পুরোএলাকা জুড়ে আনন্দ বইছে। জানা যায়, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট পাবলিক হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ৪২ জন। এর মধ্যে পাস করেছে ৪১ জন। পুরোস্কুলে এ-পস্নাস পেয়েছে ৩জন। লুনা ওই ইউনিয়নের ইসমাইল হোসেনের মেয়ে। ইসমাইল হোসেন পেশায় ব্যাংকার। সুমাইয়া আক্তার হামিদ নুরুল আমিন খানের মেয়ে। নুরুল আমিন পেশায় ব্যবসায়ী। সামিয়া আক্তার দিনা ব্যবসায়ী দুলাল হোসেনের মেয়ে। তাদের এ সাফল্যে পরিবারেও আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খান জানান, তিনজনই মেধাবী। ২ জন অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে। কোনো প্রাইভেট ছাড়াই তারা এ-পস্নাস পেয়েছে। তার বিশ্বাস তারা অনেক দূর এগিয়ে যাবে।