গুরুদাসপুরে নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত কারিগর

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে নৌকা মেরামত করছেন এক কারিগর -যাযাদি
বর্ষা আসবে বলে চলনবিলের জেলেরা নৌকা তৈরি ও মেরামত কাজে ব্যস্ত সময় পার করছেন। বছরের অন্য মাসগুলো তাদের যেমনি কাটুক তারা বর্ষার আগমনের অপেক্ষায় থাকেন। কারণ এখন কাঠের বেপারিরা বিভিন্ন ধরনের কাঠ কিনছেন নৌকা তৈরির জন্য। মঙ্গলবার নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের কারখানাগুলোতে দেখা যায় নৌকা তৈরির ধুম। কারখানাগুলোতে তৈরি হচ্ছে বিভিন্ন সাইজের নৌকা। কাঠের বেপারি আইনুল মোলস্না জানান, বছরের অন্য মাসগুলো ব্যবসা খুব খারাপ চলে। বর্ষার পানি যে কোনো সময় আসবে বলে কারখানাগুলোতে চলছে নৌকা তৈরির কাজ এবং জেলেরা করছেন মেরামত। তারাও বিভিন্ন বাগান থেকে গাছ কিনে এনে মিলে সাইজ করছেন। এখন তার কারখানায় প্রতিদিন ১৫ থেকে ২০টি করে নৌকা তৈরি হচ্ছে। একটা করে নৌকা বিক্রি হচ্ছে ৩৫০০-৫০০০ টাকা। একটা নৌকা তৈরির জন্য কারিগরদের পারিশ্রমিক দেওয়া হয় ৭০০-৮০০ টাকা। সপ্তাহের প্রত্যেক শনি ও মঙ্গলবার হাট বসে। হাটের দুদিন নৌকা বিক্রি বেশি হয়। নৌকা তৈরির কারিগর আব্দুল আলিম বলেন, বর্ষা মৌসুমের অপেক্ষায় থাকেন। কেননা বর্ষায় কাজের অনেক চাপ থাকে। প্রতিদিন গড়ে ২-৩টা করে নৌকা তৈরি করতে পারেন। পারিশ্রমিকও ভালো। চলনবিল অঞ্চলের জেলে আফজাল হোসেন জানান, অল্প অল্প করে বর্ষার পানি চলনবিলে ঢুকছে। সম্পূর্ণভাবে বর্ষার পানি যে কোনো সময় আসতে পারে। তাই স্থানীয় চাঁচকৈড় বাজারের নৌকা তৈরির কারিগরদের কাছ থেকে নতুন নৌকা কিনছেন।