শিবালয়ে পানি নিষ্কাশনের অভাবে বোরোর ক্ষতি

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পদ্মা-যমুনায় হঠাৎ পানি বৃদ্ধি ও প্রবল বর্ষণে উপজেলার বিভিন্ন চক জলমগ্ন হয় পড়েছে। এতে পাকা বোরো ধান কাটা ব্যাহত হচ্ছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলে আবাদকৃত ধান কাটায় সমস্যায় ভুগছেন কৃষকরা। উপজেলার শিবালয়ের কাশাদহ, বোয়ালী, আনুলিয়া, অন্বয়পুর, ঝড়িয়ারবাগ, দাশকান্দী, উথলী ইউনিয়নের ব্রাহ্মণকোল, নয়াবাড়ী, কোলা, রানীনগর, বাশাইল, কৃষ্ণদিয়া, বেলতা, তেওতার গান্ধাইল, মিরপুর, ঠাকুরকান্দী, ঝিকুটিয়া, নিহালপুর ও আরুয়ার নয়াকান্দী, কাঁঠালিয়া প্রভৃতি চকে বৃষ্টির পানি জমেছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক ধানখেত পানিমগ্ন হয়ে আছে। এ ছাড়া, ঘূর্ণিঝড় আম্পান ও মৌসুমি ঝড়ে এ অঞ্চলের আবাদকৃত ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল হোসেন আলাল জানান, যমুনা-ইছামতির পানিতে ধান রক্ষায় কাশাদহ খালের মুখে নিজস্ব অর্থায়নে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। কৃষকরা এ খালের কয়েক স্থানে স্স্নুইসগেট নির্মাণের জোর দাবি তুলেছে। বিষয়টি কৃষি বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াজুর রহমান জানান, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৬ হাজার ১৪৯ হেক্টর হলেও ৩৩২ হেক্টর বেশি জমিতে তা আবাদ হয়েছে। চলতি মৌসুমে মে মাসের শেষের দিকে শুরু হয়ে এ পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ধান কাটা হয়েছে। চলতি জুনের শেষ দিকে ধান কাটা সম্পূর্ণ হবে। এছাড়া, ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধকরণসহ সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে।