বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। বুধবার উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা ভূমি অফিসের পেশকার ফারুক হোসেন জানান, কৃষ্ণনগর গ্রামের ৯ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। বর ছিলেন পাশের ডুমুরিয়া উপজেলা আধারমানিক গ্রামের রাজু আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বরপক্ষ। এ সময় তিনি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দিতে সতর্ক করে দেন।