দারিদ্র্যে হার না মানা লামিয়ার জিপিএ-৫ অর্জন!

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

আলফাজ সরকার, শ্রীপুর (গাজীপুর)
লামিয়া
বাবা লুৎফর মিয়া ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মাঝে-মধ্যে সেই ভ্যানে সবজি বিক্রি ও বাড়তি আয়ের জন্য অন্যের বাড়িতে দিনমজুরের কাজও করেন তিনি। এভাবেই কোনোমতে টেনেটুনে চলে তার সংসার। এমন অভাবের সংসারে যেখানে দু'বেলা খেতে পারত না, কিনতে পারত না বই-খাতা কলম, এমনকি সময়মতো দিতে পারত না স্কুলের বেতন। সেই অভাব-অনটনকে হার মানিয়ে গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি থেকে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ভ্যান চালকের মেয়ে লামিয়া। লামিয়া আক্তারের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার টিকরা পাড়া গ্রামে। সে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী পুরান বাজার এলাকায় থাকে। মা ফাতেমা আক্তার জানান, কষ্টের সংসারে কিছু লোক বলত মেয়েকে বিয়ে দিয়ে দেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে বিষয়টি বললে তারা লামিয়ার বেতন মাফ করে পড়াশোনা চালিয়ে যেতে বলে। তিনি আরও জানান, মেয়ের ইচ্ছে বড় হয়ে ডাক্তার হবে। প্রাথমিকে বৃত্তি পাওয়া লামিয়া ২০১৭ সালে জেএসসিতেও জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তিও পায়। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সালাহ উদ্দিন মিলন জানান, লামিয়ার অভাবের সংসারের কথা বিবেচনায় নামমাত্র বেতন নেওয়া হতো। কিছুদিন তার লেখাপড়ার সম্পূর্ণ খরচটাই প্রতিষ্ঠান বহন করেছে। তার অসাধারণ ফলাফলের জন্য গর্বিত সুলতান উদ্দীন শিক্ষা পরিবার।