বৃষ্টিতে লন্ডভন্ড নাইক্ষ্যংছড়ির অস্থায়ী করোনা বাজার

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৃষ্টির পানিতে ডুবে থাকা অস্থায়ী করোনা বাজার -যাযাদি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ও বাইশারী- এ দুই জনবহুল এলাকায় স্থানান্তর করা অস্থায়ী করোনা বাজার বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে। এতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার কাঁচাবাজার হাইস্কুল মাঠে ও বাইশারী বাজারের কাঁচা তরকারিসহ অন্যান্য পণ্যের দোকানগুলো বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজমাঠে স্থানান্তরিত করা হয় ২ মাস আগে। বর্তমানে প্রতিনিয়ত বৃষ্টির কারণে খোলা মাঠে ব্যবসায়ীদের মালামাল ও জনসাধারণের চলাচলে চরম দুর্দশায় পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, বর্তমানে অতিবৃষ্টির কারণে ব্যবসায়ীদের মালামাল ভিজে যাচ্ছে। কাদা-পানিতে ক্রেতাদের কাপড় নষ্টসহ নানা সমস্যা দেখা দিয়েছে। কাঁচাবাজার ব্যবসায়ী ফরিদুল আলম, ফজল কাদের, নুরুল কাদেরসহ অনেকে জানান, অতি বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে নষ্ট হচ্ছে মালামাল। প্রতিনিয়ত লোকজন কাদা-মাটিতে পড়ে যাচ্ছে। সব মিলিয়ে বৃষ্টিপাতের কারণে এখন চরম দুর্দশায় পরিণত অস্থায়ী করোনা বাজার। ব্যবসায়ী নেতা ও কমিটির কোষাধ্যক্ষ আবদুল করিম বান্টু জানান, দ্রম্নত কাঁচাবাজার সরিয়ে না আনলে ব্যবসায়ীদের বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, অস্থায়ী বাজারের বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। শিগগিরই এর সমাধান হবে। ইউএনও সাদিয়া আফরিন কচি জানান, বাজার সভাপতি ও চেয়ারম্যান অস্থায়ী বাজারের বিষয়টি তাকে জানিয়েছেন। দ্রম্নত সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে।