পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃতু্য

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
বজ্রপাতে পাঁচ জেলায় শিশুসহ ১১ জনের মৃতু্য হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম-পাটুলী ও কালাদহ ইউনিয়নে তিনটি গ্রামে বজ্রপাতে বৃদ্ধাসহ তিনজনের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় গোসল করতে গিয়ে বজ্রপাতে মারা যান আছিম-পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের কৃষক মোতালেব (৬০)। একই ইউনিয়নের রামনগর গ্রামের রবিন (১৩) বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। পাশের কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশে খোলা মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে ইমরান (১৭) নামে এক কিশোরের মৃতু্য হয়। বগুড়া : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজারে বজ্রপাতে মোকলেছার রহমান (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ৩টায় এরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধান শুকানোর সময় বজ্রপাতে তিনি মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মোকলেছার রহমান এরুইল মধ্যাপাড়া কছিমুদ্দিনের ছেলে। আহতরা হলেন- এরুইল মধ্যপাড়া মোহসিনের ছেলে (৩৫), হাসান আলী (৪০) ও এরুইল বাজারের ব্যবসায়ী মামুন। কাহালু থানা অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম বজ্রপাতে মোকলেছার রহমানের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে জামাল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। উপজেলার আনহেলা ইউনিয়নের বগাজান গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জামাল ওই গ্রামের রোস্তম আলীর ছেলে। আনহেলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাজাহান বলেন, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির মধ্যে কৃষক জামাল খেতের চকের মধ্যে ধানের খরের পালা দিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লিলু মিয়া (১৬) নামে এক কিশোরের মৃতু্য হয়েছে। লিলু উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে লিলু আরও দুই কিশোরের সঙ্গে কালনী কুশিয়ারা নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত হলে সঙ্গে থাকা অন্য দুই কিশোর নিরাপদে সরে যেতে পারলেও লিলু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলাদা স্থানে এক শিশু ও এক কিশোরের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার নোয়াঐ গ্রাম ও জারিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওড়কাইদ (১১) ও সাতকপান ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নছর উদ্দিন (১৭)। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, নোয়াঐ গ্রামের ওড়কাইদ সকালে বাড়ির পাশের খালে মাছ মারতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওড়কাইদ মারা যায়। তার সঙ্গে থাকা ভাই জুনাইদ ও বন্ধু ওসমান আলী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই দিনে উপজেলার সাতকাপন ইউনিয়নের জারিয়া বিলে মানিকা গ্রামের নছর উদ্দিন মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে সুকমল সরকার (৫২) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। বৃষ্টির সময় নিজ বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে। সুকমল পূর্ব পারুলিয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।