সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে বন্ধের দুই মাস ১০ দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। বন্দর কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পামানা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েকদফা চিঠি আদান-প্রদানের পর বৃহস্পতিবার থেকে আমদানি রপ্তানি শুরু হয়। তবে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে বলেও তিনি জানান।