গোপালগঞ্জ ও ভৈরবে চার মানবপাচারকারী গ্রেপ্তার

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সেন্টু সিকদার ও নারগিছ বেগম নামে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছের্ যাব-৮। বুধবার রাতে তাদের আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার সেন্টু উপজেলার লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে ও নারগিছ উপজেলার যাত্রাবাড়ী গ্রামের রব মোড়লের স্ত্রী। তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদুর রহমান জানিয়েছেন। উলেস্নখ্য, এই চক্রের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখসহ দেশের ২৬ জন লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে নিহত হন। এদিকে আমাদের অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশীর মধ্যে ভৈরবের ছিলেন ৬ জন। এ ঘটনায় হওয়া মামলার পরর্ যাব সদস্যরা বুধবার ভোররাতে ভৈরবের বিভিন্ন এলাকা থেকে তিন দালালকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে দুইজন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শম্ভুপুর এলাকার হেলাল উদ্দিন হেলু (৪৫), তাতারকান্দি গ্রামের খবির উদ্দিন (৪২) ও লক্ষ্ণীপুর গ্রামের শহিদ মিয়া (৬১)। আদালতের পরিদর্শক চৌধুরী মিজানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে এর আগে বাহারুল আলম বাচ্চু নামে এক আসামীকেও ৫ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।