কাজীপুরে যমুনায় ভাঙনের পদধ্বনি

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বর্ষা আগতপ্রায়, ইতিমধ্যে যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে, পানি বৃদ্ধির সাথে সাথেই কাজীপুরের সদর ইউনিয়নের খুদবান্দি এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। বিগত বছরগুলোতে কাজীপুরের উত্তরাংশের ঢেকুরিয়া থেকে কাজীপুর সদরের মাছুয়াকান্দি পর্যন্ত এবং ভাটিতে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের বাহুকা হয়ে কাজীপুরের শুভগাছা ইউনিয়ন পর্যন্ত নদী তীর সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। নদী তীর সংরক্ষণ কাজ করায় ঐ সমস্ত এলাকা ভাঙন থেকে নিরাপদ হলেও কাজীপুর সদর ইউনিয়নের খুদবান্দি থেকে ভাটিতে কাজীপুরের গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম পর্যন্ত প্রায় ৫ কি. মি. নদী তীর সংরক্ষণ কাজ না হওয়ায় উলিস্নখিত জনপদে ভাঙনের পদধ্বনি শুরু হয়েছে। উলিস্নখিত অঞ্চলসমূহে দুটি সলিড স্পার এখনও কালের সাক্ষী হয়ে যমুনার ভাঙন রোধে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। বুধবার সরেজমিনে দেখা যায়, সদর ইউনিয়নের খুদবান্দি ঘাটের উত্তরাংশের ভাঙন শুরু হয়েছে। সপ্তাহান্তের ব্যবধানে উলিস্নখিত স্থানের প্রায় দুইশ মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। কাজীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু মাস্টার জানান, উভয় অংশে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী তীর সংরক্ষণ কাজ করা হলেও সামান্য অংশের কাজ বাদ রাখায় অনেকটা তীরে এসে তরি ডোবার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। তিনি বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।