পাঁচ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নড়াইলের লোহাগড়া, গোপালগঞ্জের কাশিয়ানী, ফরিদপুরের বোয়ালমারী ও লক্ষ্ণীপুরের রামগতিতে বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে এক মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগে অঙ্কুর কিন্ডারগার্টেন স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, পৌর এলাকার মসজিদ পাড়ায় অঙ্কুর কিন্ডারগার্টেন স্কুলে বিকালে পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে স্কুল কর্তৃপক্ষকে ৩০ হাজার ও দুই শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা করে। লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহের অপরাধে বর শিমুল শেখকে (২৮) এক মাসের কারাদন্ড এবং মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জি এ আদালত পরিচালনা করেন। পরে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জি জানান, মেয়ে নাবালক কিন্তু এক সপ্তাহ আগে বিয়ের আলামত না পেলেও বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেয়া হয়। কাশিয়ানী (গোপালগঞ্জ) :গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষেধাজ্ঞা অমান্য করে লোকসমাগম করে পৃথক দুটি বিয়ের আয়োজন করায় দুই মেয়ের বাবা, বর ও এক বরযাত্রীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ইউএনও মো. সাব্বির আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি উভয় পক্ষের কাছ থেকে পাঁচের অধিক লোকসমাগম না করার অঙ্গীকারনামা নেন। ইউএনও মো. সাব্বির আহমেদ জানান, উপজেলার ফুকরা ইউনিয়নের শাফলীডাঙ্গা গ্রামের এক ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। এতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে একই উপজেলার রামদিয়া এলাকা থেকে বরযাত্রীসহ বিয়ে করতে আসায় বর জোবায়ের হোসেন মিয়া ও মেয়ের বাবাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামে আরেক ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে মেয়ের বিয়ের আয়োজন করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিয়েতে ৫ জনের বেশি বরযাত্রী না আনার অঙ্গীকারনামা নেওয়া হয়। বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৯টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে বোয়ালমারী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ঝোটন চন্দ। এ সময় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। রামগতি (লক্ষ্ণীপুর) : লক্ষ্ণীপুরের রামগতিতে মেঘনা নদী থেকে আহরণ নিষিদ্ধ চিংড়ি পোনা পাচারের সময় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে চর বাদাম ইউনিয়নের চৌরাস্তার মোড় থেকে ট্রাকে করে পোনা পরিবহণের সময় ৪৯ ড্রাম ভর্তি সাড়ে ৪ লাখ পোনা জব্দ করে মেঘনা নদী ও উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস।