চাঁপাই-ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল এক্সপ্রেস চালু

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চালু হয়েছে ফল ও মালবাহী ট্রেন ম্যাঙ্গো স্পেশাল এক্সপ্রেস। শুক্রবার থেকে চালু হওয়া এ ট্রেন প্রতিদিনই চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকা যাবে। পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, ম্যাঙ্গো স্পেশাল এক্সপ্রেস-১ চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ছেড়ে রাজশাহী, আব্দুলপুর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে বিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে রাত ১টায়। রাত সোয়া ২টায় ম্যাঙ্গো স্পেশাল এক্সপ্রেস-২ নামে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সকাল সোয়া ১০টায়। বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহছানউলস্নাহ ভূইয়া জানান, ট্রেনটিতে থাকা ৬টি ওয়াগনে আম, লিচু, কাঁঠালসহ অন্যান্য জিনিসপত্র বহন করা হবে। তবে এ ট্রেনে কোনো যাত্রী পরিবহণ করা হবে না।