ঈশ্বরদীতে বিষাক্ত কীটনাশক পানে দুই বোনের মৃতু্য

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে সেভেনআপের বোতলে রাখা কীটনাশক পান করে রাহিমা খাতুন (৮) ও খাদিজা খাতুন (৪) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃতু্য হয়েছে। বুধবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট বোন খাদিজা এবং বৃহস্পতিবার বিকালে বড় বোন রাহিমা মারা যায়। তারা উপজেলার পৌর এলাকার অরণখোলা গ্রামের অটোরিকশা চালক বাবু মন্ডলের মেয়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার তিন বোন রাহিমা, খাদিজা ও ঋতু তাদের মায়ের সঙ্গে দাশুড়িয়ার আথাইল শিমুল গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। শিশুদের মামা খেতের আগাছা মারার জন্য ঘরে টেবিলে সেভেনআপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান। এ সময় বোতলে সেভেনআপ আছে ভেবে ওই কীটনাশক গস্নাসে ঢেলে পান করে তিন বোনসহ আরও কয়েকজন শিশু। বড়রা তা পান করে উটকো গন্ধের কারণে বমি করে দিলেও ছোট্ট খাদিজা কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে। তাকে দ্রম্নত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে সেখান থেকে খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে খাদিজার এবং বৃহস্পতিবার বিকালে রাহিমার মৃতু্য হয়। ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম বলেন, স্থানীয়দের সহযোগিতায় শিশু দুইটিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।