দেলদুয়ারের গড়াসিন ব্রিজ যেন মৃতু্যকূপ!

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে গড়াসিন বিলের ওপর নির্মিত ব্রিজের ধসে যাওয়া সড়ক -যাযাদি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার-সিলিমপুর সড়কের গড়াসিন বিলের উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে গিয়ে যেন মৃতু্যকূপে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী অটোরিকশা, মালবাহী ট্রাকসহ অনেক যানবাহন চলাচল করে ওই সড়কটি দিয়ে। উপজেলার সঙ্গে দেউলি ও আটিয়া ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এ সড়ক। এছাড়াও সড়কটি দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। ব্রিজটির সংযোগ সড়কের দু'পাশের মাটি ধসে গিয়ে মাঝখানে সরু হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির পশ্চিম অংশের সংযোগ সড়কের দু'পাশ দেবে মাটি সরে গিয়েছে। এতে সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে সরু হয়ে গেছে। আর সরু সড়ক দিয়েই হেলেদুলে চলছে ছোট-বড় যানবাহন। ব্রিজটি পাড় হওয়ার সময় যানবাহন গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়ক ব্যবহারকারী গড়াসিন গ্রামের শাহাদত মিয়া জানান, প্রায় তিন বছর ধরেই বর্ষা মৌসুমে সংযোগ সড়কটির একই স্থানে ধসে যায়। প্রতি বারই সাময়িক মেরামত করেই কাজ শেষ হয়। কিন্তু স্থায়ী কোনো মেরামত হয়নি। সে কারণে বর্ষার শুরুতেই ধসে পড়ে সংযোগ সড়কটি। অটোরিকশাচালক আনোয়ার মিয়া জানান, দেলদুয়ার থেকে সিলিমপুর যাওয়ার সহজতম মাধ্যম হওয়ায় ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুলস্নাহ আল মামুন জানান, ব্রিজটির সংযোগ সড়কের পরিস্থিতি দেখে জরুরিভাবে স্থায়ী মেরামতের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।