লংগদুতে মেনো ফিল্টার স্থাপনের কাজ চলছে

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

ওমর ফারুক মুছা, লংগদু (রাঙামাটি)
এলাকার জনসাধারণের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থবছরের ভূ-উপরস্থ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় ১১টি মেনো ফিল্টার স্থাপনের কাজ করছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত বড়ুয়া জানান, ভূ-উপরস্থ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বর্তমানে উপজেলায় ১১টি মেনো ফিল্টারের মধ্যে প্রথম ধাপে ৬টির কাজ শুরু হয়েছে। এগুলো হচ্ছে- লংগদু সদর হাসপাতাল, উপজেলা পরিষদ, বেসরকারি রাবেতা হাসপাতাল, লংগদু আর্মি জোন, কাঁঠালতলা এলাকা ও মাইনীমুখ বাজার মসজিদটিলা এলাকায় ১টি করে। এ মেনো ফিল্টার স্থাপনের ফলে এলাকার জনসাধিারণ তাদের বিশুদ্ধ খাবার পানির চাহিদা পূরণ করতে পারবেন। এখানে বৃষ্টির পানি ও নদীর পানি, এককথায় ভূ-উপরোস্থ পানিকে সংগ্রহ করে রাখা হলে সে পানি ফিল্টার হয়ে অন্য পাইপ দিয়ে বিশুদ্ধ পানি বের হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানান, মেনো ফিল্টারটি একটি হার্বেস্টিং পদ্ধতি। এ ফিল্টার স্থাপনের ফলে হাসপাতালের রোগী ও স্টাফরা বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারবেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার জানান, উপজেলা পরিষদেরে মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হলে প্রাথমিকভাবে ১১টি মেনো ফিল্টার বরাদ্দ পাওয়া যায়।