বশেমুরকৃবিতে খাদ্য নিরাপত্তা নিয়ে সেমিনার

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার 'কোভিড-১৯, বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা'বিষয়ক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কৃষি উন্নয়নকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সাবেক চেয়ারম্যান ড. ওয়ারেস কবির। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে অংশ নেন। সেমিনারে আহ্বায়ক ছিলেন সহযোগী অধ্যাপক ড. জি. এম মনিরুল আলম।