চুয়াডাঙ্গায় মশার উপদ্রব

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
মশার উপদ্রব বেড়ে গেছে চুয়াডাঙ্গা জেলাজুড়ে। শহর কিংবা গ্রাম সবখানেই মশার উৎপাত। রাত-দিন সব সময় সবখানে মশার উপদ্রব বাড়লেও মশা নিধনের তেমন গুরুত্ব নেই পৌরসভা ও ইউনিয়নের। গত ১৩ মে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলাকার পাড়া-মহলস্না, ওয়ার্ড ও গ্রাম-গঞ্জে, হাট-বাজারের সবখানে মশা নিধন অভিযান চালানোর জন্য জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার চিঠি দিলেও তা কার্যকর হতে দেখা যায়নি। পৌরসভা ও ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, করোনার জন্য এলাকায় বিস্নচিং পাউডার স্প্রে করা হচ্ছে। সব প্রস্তুতি সম্পন্ন, খুব শিগগিরই শুরু করবেন মশক নিধন অভিযান।